মাগুরানিউজ.কমঃ
পাকিস্তান ও ভারতের মধ্যে বৈরি সম্পর্ক নতুন নয়। দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। আর রেশ গড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে খেলার মাঠেও! এ কারণে দুদেশের খেলোয়াড়রা প্রায়ই পরস্পরের বাক্যবাণে আক্রান্ত হন।
শনিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ম্যাচ শেষে অশালীন অঙ্গভঙ্গিতে বিতর্কিত উল্লাস প্রকাশ করেন পাকিস্তান দলের খেলোয়াড়রা। আর সেই ছবিটি নিয়েই চলছে তোলপাড়।
ফাইনালে ওঠার পর উচ্ছ্বাসটা একটু বেশিই প্রকাশ করে ফেলেন পাকিস্তানের খেলোয়াড়রা। অন্যদিকে, হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ভারত। তবে তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভুল করলেন না পাকিস্তানের হকি খেলোয়াড়রা। গ্যালারিতে ভারতের সমর্থকদের লক্ষ্য করে আঙ্গুল তুলে অশালীন অঙ্গভঙ্গি করেন তারা। আর তাতে পুরো গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পরে অবশ্য এর জন্য ক্ষমা চেয়েছেন পাকিস্তান দলের কোচ শাহনাজ শেখ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়েই আমাদের খেলোয়াড়রা এটা করেছেন। খেলার মাঠে এমনটা করা মোটেই কাম্য নয়। এ জন্য আমি খুবই দুঃখিত।’
দেখা যাক, পরবর্তীতে ভারতের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে।