শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু –

যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

কর্মসূচীর মধ্যে সরকারি পর্যায়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনাসভা, যুব ঋণের চেক বিতরণ ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান এবং হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সাংবাদিক অপূর্ব মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল এর আহবায়ক খোন্দকার আবু আনছার নাজাত আশা প্রমূখ।

আলোচনাসভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১৫ লাখ ৮৭ হাজার টাকা ৬০ জন যুব ও যুব মহিলার মাঝে যুব ঋণের চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: