সমৃদ্ধির স্বপ্ন- মাগুরায় ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

পেঁয়াজ বীজে সমৃদ্ধির স্বপ্ন দেখছে মাগুরার কৃষকেরা। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে উচ্চফলনশীল বারি-১ জাতের পেঁয়াজ বীজের চাষ। এ বীজ সংগ্রহ ও বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার মোট ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১০ হেক্টর, শ্রীপুরে ২০ হেক্টর, শালিখায় ৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার কেজি পেঁয়াজ বীজ।

কৃষি অফিসের দেয়া তথ্য মতে, উচ্চফলনশীল বারি পেঁয়াজ-১ জাতটি স্থানীয় কৃষকদের কাছে তাহেরপুরি নামে পরিচিত। এ জাতের ১ কেজি বীজে প্রায় ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা যায়। যা স্থানীয় জাতের বীজের তুলনায় প্রায় দ্বিগুন। এ বছর বারি-১ জাতের বীজও ভালো হয়েছে। চলতি মৌসুমে এ জাতের প্রতি কেজি বীজ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২ হাজার ৫’শ টাকা পর্যন্ত । এ বছরও পেঁয়াজের বীজ ভালো হয়েছে। আগামী মৌসুমে বীজের ভালো দাম পাবেন আশা করছেন বলে কৃষকরা।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা মাগুরা নিউজকে বলেন, চলতি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ সংরক্ষণ প্রকল্পের আওতায় কৃষকদের বারি-১ জাতের চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। এছাড়া কিছু জমিতে শীতকালীন বারি পেঁয়াজ-৪ উচ্চফলনশীল জাতের বীজের চাষও হয়েছে। মাঠে ফলনের অবস্থা ভালো। এ বীজ আগামী মৌসুমে পেঁয়াজের উৎপাদন বাড়তে ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: